প্রকাশিত: Tue, Jan 10, 2023 5:11 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:26 AM

মেসিদের আনতে তৎপর বাফুফে

আর্জেন্টিনাকে নিয়ে ঢাকায় ম্যাচ আয়োজনে খরচ হবে ৯০ কোটি টাকা

এল আর বাদল: ছত্রিশ বছর পর তৃতীয়বার বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে ফুটবল বিশ্বে এ কৃতিত্ব দেখালো লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। বাংলাদেশে এই দলটির লক্ষ কোটি ভক্ত রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে তাদের দাবি, ২০১১ সালের মতো এবারও আর্জেন্টিনা দলকে ঢাকায় এনে খেলার আয়োজন করা হোক। 

বাফুফেও তাদের দাবিকে অগ্রাহ্য করেনি। জোর তৎপরতা চালাচ্ছে তারা। ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, আগামী জুন-জুলাইয়ে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে ২০১১ সালের ৬  সেপ্টেম্বর আর্জেন্টিনা ঢাকায় এসে ম্যাচ খেলেছিলো। ফিফা প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ছিলো নাইজেরিয়া। সালাউদ্দিন বলেছেন, আমরা আর্জেন্টিনা দলকে আনার চেষ্টা করছি। এখনও সুনির্দিষ্ট কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো।

আর্জেন্টিনা বাংলাদেশে এলে তাদের প্রতিপক্ষ কারা হতে পারে সেটা এখনও ঠিক হয়নি। বাফুফে সভাপতি বলেছেন, প্রতিপক্ষ কারা থাকতে পারে সেটা এখনও চূড়ান্ত নয়। আর্জেন্টিনাকে আগে চূড়ান্ত হওয়ার পর প্রতিপক্ষ ঠিক হবে। 

এছাড়া শুরুতে পিএসজিকে নিয়েও আমরা একটা চেষ্টা করেছি। কিন্তু সেখানে একটা সমস্যা আছে। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মেসি পিএসজিতে না থাকলে এ ক্লাবকে এনে তো লাভ নেই। তাই আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। তারা এখনও পজিটিভ আছে।

সালাউদ্দিন বলেছেন, মেসিদের ঢাকায় আনতে অনেক টাকার প্রয়োজন। 

এক কথায় ব্যয়বহুল। কিন্তু আমাদের চেষ্টা করতে সমস্যা কোথায়, চেষ্টা করতে দোষ কোথায়। আগে (২০১১ সালে) আর্জেন্টিনাকে আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার লেগেছিল। এখন ৬/৭ মিলিয়ন ডলার লাগতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি টাকা।